মাত্র ২০ দিন পর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দল বাছাই হয়ে গেল। রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল দল বাছাই পর্ব। প্রত্যেক দলে ১৭ জন করে ক্রিকেটার রাখা হয়েছে। ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রতিযোগিতা। এখন অপেক্ষা আর মাত্র ২০ দিনের। নিজেদের শক্তি বৃদ্ধির দিকে নজর রেখেছিল প্রতিটি দলই। মেদিনীপুর উইজার্ড দলের ডিরেক্টর শোভন ভট্টাচার্য মতে, অপেক্ষা শেষ হয়েছে, এ বার বল-ব্যাটের লড়াইয়ের  অপেক্ষা। বাংলার ক্রিকেট সংস্থাকে এমন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করার জন্য কৃতিত্ব দিতে হবে । একটি সফল ঘরোয়া টি-টোয়েন্টি লিগ হতে চলেছে। বাংলা গর্জন করছে।

বিভিন্ন দলের মালিকদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়। শিলিগুড়ি স্ট্রাইকার্স দ লের মালিক ঋষভ ভাটিয়া এদিন জানান, “যে ক্রিকেটারদের তাঁরা পেয়েছি, তাঁদের নিয়ে তাঁরা খুশি। শিলিগুড়ির কোচ এবং সাপোর্ট স্টাফেরা খুশি এই ক্রিকেটারদের পেয়ে। যথেষ্ট শক্তিশালী দল হয়েছে তাঁদের। খুব সফল একটা প্রতিযোগিতা হবে বলেই তাঁরা মনে করছেন।

অন্যদিকে রাঢ় টাইগারের মালিক রাহুল টোডি জানান, আগামী মরসুমের জন্য তাঁরা অপেক্ষা করছে। এমন দল গড়তে চান তাঁরা যাতে দারুণ একটা ক্রিকেট দেখতে পাওয়া যায়। হার্বার ডায়মন্ড দলের মুখপাত্র বলেন, দারুণ কিছু প্রতিভা উঠে আসবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ থেকে। দারুণ একটা ঘটনা ঘটতে চলেছে বাংলার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য। প্রতিযোগিতা শুরু হওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে সবাই।