পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইকবালপুর সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের একাংশকে ওয়াটারপ্রুফ করে তোলার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট তাপমাত্রায় বিটুমিন, স্টোন চিপস আর বালির সঙ্গে মেশানো হচ্ছে প্লাস্টিকের গ্রেনিউলস।
এইদিন রাস্তা পরিদর্শনের সময় এই প্রতিটা উপাদানকে খতিয়ে দেখেন ফিরহাদ হাকিম। এই উপাদান দিয়ে রাস্তা তৈরি করা হলে তার উপরে বড় বড় পণ্যবাহী যানবাহন চলাচল করলেও কোনও অসুবিধা নেই। এর আগেও ডায়মন্ড হারবার রোডের একাংশ এই উপাদান দিয়েই তৈরি হয়েছে। আর সেই কারণেই তিলোত্তমা নগরীর নানান রাস্তা এই উপাদান দিয়েই তৈরি করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে।
এইদিন মেয়র এই প্রসঙ্গে বলেন, “ওই মেশিনপত্র এখনও কলকাতা পুরসভার হাতে আসেনি। তাই যতক্ষণ না ওই মেশিন কলকাতায় এসে কাজ শুরু করছে, ততক্ষণ এ ব্যাপারে কোনও মন্তব্য করা যাবে না।”