হাইকোর্ট থেকে আবার ডাক পাঠানো হল হিরণকে!

২০২৪ লোকসভা নির্বাচনে বাংলার হাইভোল্টেজ কেন্দ্র ঘাঁটাল। এর আগের দফা, অথাৎ ষষ্ঠ দফা ভোটে খবরের শিরোনামে উঠে এসেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের বিজেপি পার্থী হিরণ বারবার বিরোধী দল নিয়ে বিরুপ মন্তব্য করায় খবরের শিরোনামে উঠে এসেছে। ফের ফের হাইকোর্টের দ্বারস্থ হিরণ! নেপথ্যে কারণ কী?

চলতি সপ্তাহের বুধবার ঘাটাল লোকসভার স্ট্রংরুম পরিদর্শনে গিয়েছিলেন হিরণ। সেখানে গিয়েই বিস্ফোরক অভিযোগ করেন তিনি । বিধায়কের কথায়, “কেশপুরের ২০০ টি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেয়নি তৃণমূল দল। তারা প্রকাশ্যে ছাপ্পা মেরেছে।”

এই মন্তব্যের পরেই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিরণ, তিনি বলেন, “এই সন্ত্রাস আমরা বরদাস্ত করব না, আমি দলের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যেই , প্রয়োজন পরলে হাইকোর্টে যাব।” তিনি আরও দাবী করেন, ভোটের দিন নিজের কেন্দ্রে বারবার তৃণমূলের ক্ষোভের মুখে পড়তে হয় হিরণকে। ভোটের দিন রাজ্য পুলিশকেও নাকি নিজের স্বার্থে কাজে লাগিয়ে তৃণমূল বাহিনী। তাদের সাহায্যেই নাকিবুথের পর বুথে ছাপ্পা ভোট মারা হয়। কিন্তু বিজেপি প্রার্থীর অভিযোগকে মিথ্যে বলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। দেব বলেন, গোটা ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। কেউ মিথ্যে বলছে নিজের অক্ষমতাকে ধাকার জন্য।