লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবার অনুব্রত গড় বীরভূমে নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দিলীপ মাহারা। এলাকায় তিঁনি সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত।
সকালে মহম্মদ বাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে পুকুরের পাশ থেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। মৃতের স্ত্রীয়ের অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই স্বামীর প্রাণ কেড়েছে। নিহতের স্ত্রী ছবি মাহারা এলাকায় নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। প্রথমে তিনি বিজেপি প্রার্থী হিসাবেই মনোনয়নপত্র জমা করলেও বিজেপি তাকে টিকিট না দেওয়ায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান।
থেকে দিলীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরদিন সকালে গ্রাম লাগোয়া মাঠ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মৃতদেহের কিছুটা দূরেই একটি গুলির খোল মিলেছে। পাশাপাশি মৃতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি পরিবারের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।