লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ আসন্ন এই নির্বাচনের মাঝেই ফের একবার চর্চা অধিকারী পরিবারকে ঘিরে। প্রশ্ন উঠছে তাদের দলের অবস্থান নিয়ে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কাঁথির অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী ও তাঁর পুত্র দিব্যেন্দুকে অধিকারী ঠিক কোন দলে রয়েছেন।
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল শিশিরবাবুকে। আর তার পরই শুরু হল তীব্র জল্পনা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জন্মলগ্ন থেকে রয়েছেন সাংসদ শিশিরবাবু। কাঁথি দক্ষিণ ও এগরা থেকে বিধায়ক ছিলেন দীর্ঘদিন। কিন্তু ২০২০ সালে পুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই পালটে যায় সমস্ত হিসাব। শুভেন্দুর দেখাদেখি ধরে বিজেপিতে যান তাঁর ভাই সৌমেন্দুও।
আপাতত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু দলীয় সূত্রে খবর, অধিকারী পরিবারের এই দুই সাংসদের সঙ্গে কার্যত কোনও সম্পর্কই নেই তৃণমূলের সঙ্গে। উল্টে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার বিধানসভায় ভোট না দিয়ে দিল্লি গিয়ে ভোট দিয়েছেন এই পিতা-পুত্র দুই সাংসদ।