নির্বাচন পূর্বে আবারও রক্তাক্ত হলো বাংলা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ফের রক্তাক্ত হল বাংলা। রণক্ষেত্রের রূপ নিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা মেরে খুন। এরই প্রতিবাদে চলল ভাঙচুর। অভিযুক্তদের বাড়িতে জ্বালিয়ে দেওয়া হল আগুন।

স্থানীয় সূত্রে খবর, সভা থেকে ফিরছিল তৃণমূল কর্মীরা। সেই সময় আইএসএফ কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করে যাচ্ছিল। সেখান থেকে তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ে আইএসএফ। পাশাপাশি এলাপোথাড়ি গুলিও চালানো হয় বলেও অভিযোগ ওঠে।

এরপর মিছিলে থাকা এক তৃণমূল কর্মীর ছেলেকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু হয় স্কুল পড়ুয়া ওই কিশোরের। শুধু বোমাই নয়, ওই বালকের ওপর কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে দাবি। বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।