বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল ইডি।
নির্দেশ মেনে এদিন হাজিরাও দিতে এলেন ইডি দফতরে। সাথে ছিল জোড়া আইনজীবী। প্রসঙ্গত, এর আগে গত বছর ডিসেম্বর মাসের শুরুতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।
এরপর জানুয়ারি মাসে তাকে তলবও করেছিল সিবিআই। সেই সময় জেরা শেষে বাপ্পাদিত্য বলেছিলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কে কে আসতেন, সেটা তদন্তকারীরা জানতে চেয়েছিলেন। আমি যা জানি সব বলেছি।” আর এবার ইডির মুখোমুখি শাসকদলের নেতা।