দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে হাসপাতালের চিকিৎসকের বাড়ির  থেকে চুড়ির অভিযোগ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জেলা হাসপাতালের হাড়ের চিকিৎসক অর্নব সরকারের বাড়ির পরিচালিকা প্রায় দশ লক্ষ্য টাকা চুড়ির দায়ে অভিজুক্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জেলা হাসপাতালের হাড়ের চিকিৎসক অর্নব সরকারের বাড়ির  থেকে চুড়ির অভিযোগ ওঠে। জানা যায় অই পরিচালিকা ডাক্টার অর্নব সরকারের বাড়ি তে বাচ্চা দেখা শোনার জন্য পরিচালিকার কাজ করতেন।এমত অবস্থায় ডাক্টার বাবু পরিবার বাড়িতে না থাকার সুযোগে অই পরিচালিকা বাড়ি থেকে প্রায় দশ লক্ষ্য টাকার সোনার গহনা চুড়ি করে। বিষয় টি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানালে বালুরঘাট থানার পুলিশ তদন্ত করে চুরি করা জিনিস সহ ওই পরিচালিকাকে আটক করেন।