সিকিমের হরপা বানে ভেসে আসা দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারী গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পুলিস উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গার্ডস ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুইটি তুলে দিয়েছে। সিকিমের হরপা বানে তিস্তা নদীতে ভেসে বাংলাদেশের লালমনির হাটের তিস্তা নদী তীরবর্তী এলাকায় মৃতদেহ দুইটি ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লালমনিরহাট থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে বিএসএফকে খবর দেওয়া হয়। বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা, গীতালদহ ফাঁড়ির পুলিশ আধিকারিক রাজেন্দ্র তামাং সহ বিএসএফের শীর্ষ কর্তারা বাংলাদেশের বর্ডার গার্ড এর সাথে ফ্ল্যাগ মিটিং করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃতদেহ দুইটি তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের লালমনির হাট থানার ওসি ওমর ফারুক, ১৫ নম্বর বিজিবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম। কোচবিহার জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে মৃতদেহ দুটির এখনো সঠিক পরিচয় পাওয়া যায়নি।
Related Posts
আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে।মেডিক্যাল কলেজে হাসপাতাল ভবনের বিভিন্ন প্রান্তে এই স্ক্যানার কিউআর কোড লাগানো হয়েছে। এন্ড্রয়েড ফোনের মাধ্যমে স্ক্যান করলেই মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের তথ্য বেরিয়ে আসবে। সেখানেই বহির্বিভাগে চিকিৎসা করানোর যাবতীয় আবেদন করা…
উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের
রাজ আমলের নিয়ম নিষ্ঠা মেনে ই উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের। রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রাজ আমল থেকে হয়ে আসছে এই রাস উৎসব। কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে।…
দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ
যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই গাড়ির চালক সহ ১২ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা…