সিকিমের হরপা বানে ভেসে আসা দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারী গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পুলিস উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্ডার গার্ডস ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃত দেহ দুইটি তুলে দিয়েছে। সিকিমের হরপা বানে তিস্তা নদীতে ভেসে বাংলাদেশের লালমনির হাটের তিস্তা নদী তীরবর্তী এলাকায় মৃতদেহ দুইটি ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে লালমনিরহাট থানা তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে বিএসএফকে খবর দেওয়া হয়। বিএসএফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা, গীতালদহ ফাঁড়ির পুলিশ আধিকারিক রাজেন্দ্র তামাং সহ বিএসএফের শীর্ষ কর্তারা বাংলাদেশের বর্ডার গার্ড এর সাথে ফ্ল্যাগ মিটিং করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে মৃতদেহ দুইটি তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের লালমনির হাট থানার ওসি ওমর ফারুক, ১৫ নম্বর বিজিবি কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম। কোচবিহার জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে মৃতদেহ দুটির এখনো সঠিক পরিচয় পাওয়া যায়নি।
Related Posts
রাজ আমলের রীতি মেনে পূজা হল মহালক্ষ্মীর
রাজ আমলের রীতি মেনে আজও পূজা হয় কোচবিহারের প্রায় ৪০০ বছর পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর। এক সময় কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষীর পূজো হলেও বর্তমানে এই মহালক্ষ্মী পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়ীতেই মহালক্ষ্মীর পুজা হত। সয়ং…
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের কালজানি কুড়ার পাড় এলাকায়। জানা গেছে গতকাল রাতে কোচবিহার বানেশ্বর কাউয়ারডেরা এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সঞ্জিত রায় তার পরিবারকে নিয়ে ছোট চার চাকার গাড়ি করে তুফানগঞ্জে…
স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল
কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মঙ্গলবার।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন…