বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী।
প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। গান্ধীনগরে আজই হবে হীরাবেনের শেষকৃত্য। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর আজকের বঙ্গসফর বাতিল করা হয়েছে। তবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন আজ। আরপিএফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম।
প্রসঙ্গত, আজ বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও অনেকগুলো প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে জোকা-তারাতলা মেট্রো, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় ডবল লাইন ও থার্ড লাইন, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন, নিউ জলপাইগুড়ি স্টেশনের পূর্ণ উন্নয়নের শিলান্যাস ও আমবাড়ি ফালাকাটা থেকে গুমানিহাটের মধ্যে ব্রডগেজ লাইনের ডবলিংয় প্রমুখ। হাওড়া স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ অন্যান্য ব্যক্তিবর্গের।