৬৪ বছরে পদার্পণ বালুরঘাট মাহিনগর চার্চ, বড়দিন উদযাপনে মেতে উঠছে জেলা। আগামীকাল, ২৫ ডিসেম্বর, সারা বিশ্ব জুড়ে পালিত হবে খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন। তার প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন বালুরঘাট মাহিনগর চার্চে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এই বছর চার্চটি ৬৪ বছরে পদার্পণ করেছে, যা চার্চ কর্তৃপক্ষ ও এলাকার মানুষের কাছে একটি বিশেষ উপলক্ষ।
চার্চ প্রাঙ্গণ সেজে উঠেছে বেলুন, রঙিন কাগজ, ফুল এবং আলোকসজ্জায়। বড়দিন উপলক্ষে চার্চ চত্বরে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য মেলা। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগমের আশা করা হচ্ছে। এই উৎসবকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। চার্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই দিনটিকে স্মরণীয় করে তুলতে তারা কোনো খামতি রাখেননি।
বড়দিনের মধ্যরাতের বিশেষ প্রার্থনা এবং সারাদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অন্যদিকে, ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে চার্চ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রশাসনও প্রস্তুত রয়েছে যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।বড়দিনের আনন্দে মেতে উঠতে বালুরঘাটবাসী ছাড়াও দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসবেন বলে আশা করা হচ্ছে।