বাগডোগরার এশিয়ান হাইওয়ে যেন পরিণত হয়েছে নদীতে

টানা বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল! এতেই জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি মহকুমার বাগডোগরার এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক। বাগডোগরা বিহার মোড়ে জাতীয় সড়ক যেন নদীতে পরিণত হয়েছে। রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল, জল থৈ থৈ অবস্থায় চলছে যানবাহন। নিকাশীনালা পরিস্কার না করায় এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের। ফলে জাতীয় সড়ক কতৃপক্ষের ওপর ক্ষুব্ধ গাড়ি চালকরা৷ এদিকে আবহাওয়া অফিস অনুযায়ী বৃষ্টি বাড়লে জল আরো বাড়বে। এমনিতেই টানা ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। আরও বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গও প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে যানচলাচল সাময়িক ব্যহত হয়েছে। সিকিমের পাশাাপশি ১০ নম্বর জাতীয় সড়ক, মিরিক সহ পানিঘাটা এলাকায় ধস নামায় বিপাকে পাহারবাসী।