রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার৷ এবার সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই উঠল প্রশ্ন৷ ফলে আরও একবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি৷
ববিতার চাকরি বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ শিলিগুড়ির চাকরি প্রার্থী অনামিকা রায়। তাঁর দাবি অঙ্কিতার চাকরি অবৈধ৷ এই মর্মে এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেছেন অনামিকা। আজ এই মামলার শুনানি। অনামিকার বক্তব্য, শুধু চাকরি ফেরালেই হবে না, এতদিনের বেতন বাবদ তিনি যে পরিমাণ অর্থ পেয়েছেন, সেটাও ফিরিয়ে দিতে হবে।
এদিকে, সোমবার কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। তাঁর দাবি, কমিশন ভুল করে ২ নম্বর বেশি দিয়েছেন। নম্বর বিতর্কে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর বক্তব্য, মামলা চলাকালীন এসএসসি জানায় তাঁর অ্যাকাডেমিক স্কোর ৩৩৷ অথচ ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাঁর ২ নম্বর কম রয়েছে। যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বঞ্চিত বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার।