আবাস যোজনার ঘরের দাবিতে পথ অবরোধ সুটকা বাড়িতে

আবাস যোজনার ঘরের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধে শামিল হলেন সুটকা বাড়ি এলাকার বাসিন্দারা। তাদের দাবি তিন বছর আগে ঝড়ে তাদের ঘর ভাঙে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়নি বলে জানান তারা। দুধির কুটি ও দেওয়ানবসে ৩৭৭ জনের লিস্টে নাম আসে বলে দাবি করেন তারা। পরবর্তীতে প্রশাসনিক স্তরে সার্ভে করার পর মাত্র তিনটি ঘর এসেছে বলে দাবি করেন তারা। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে এদিন তারা পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। এদিন তারা দাবী করেন প্রশাসনিক আধিকারিকরা যতক্ষণ পর্যন্ত এলাকায় এসে তাদের সাথে কথা বলছে ততক্ষণ তারা তাদের এই পথ অবরোধ চালিয়ে যাবেন। লিস্টে নাম থাকা সত্বেও তাদের ঘর দেওয়া হয়নি বলে দাবী করেন বিক্ষোভকারীরা। এদিন পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আধিকারিক।