পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় ও ক্যানেলরোড ট্রাফিক আউট পোস্টের যৌথ উদ্দ্যোগে সাহুডাঙ্গি ক্যানেল মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এদিন হেলমটবিহীন মোটর সাইকেল চালকদের গোলাপফুল দিয়ে সচেতন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও ট্রাফিক পুলিশের কর্মীরা।
এর পাশাপাশি শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ। এই দাবদাহের হাত থেকে রক্ষা পেতে গারিচালকেদের হাতে গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হয়। এদিন প্রায় ৪০০ বোতল গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হয় ক্যানেলরোড ট্রাফিক আউট পোস্টের তরফে।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ক্যানেলরোড ট্রাফিক আউট পোস্টের ওসি বুদ্ধ তামাং, সাহুডাঙ্গিহাট পিকে রায় প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পুলিশের কর্মীরা।