সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির ও কমিউনিটি সার্ভিস প্রোগ্রামের আয়োজন করলো শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ড। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। ট্র্যাফিক নিয়ম সহ সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত জংশন ট্র্যাফিক গার্ড। শনিবার জংশন এলাকায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। একইসাথে আয়োজিত হয় কমিউনিটি সার্ভিস অনুষ্ঠান। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন ট্রাফিক আইন নিয়ে সকলকে সচেতন করেন কমিশনার।
Related Posts
সিকিমের বন্যা কবলিত মানুষদের পাশে শিলিগুড়ি পুরনিগম
সিকিমের বন্যা কবলিত মানুষদের পাশে শিলিগুড়ি পুরনিগম। সিকিমে বাঁধভাঙ্গা বন্যা, আর তারই মাঝে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। বন্যায় ঘরছাড়া মানুষদের ত্রাণ সামগ্রীর ব্যাবস্থা করলো শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে বন্যায় আটকে থাকা পরিবারের মানুষদের জন্য খাদ্য সামগ্রী যেমন…
International Yoga Day celebrated at Pranami Temple, Siliguri
Siliguri, June 21: The spirit of the 10th International Yoga Day resonated at various places including the historic Pranami Temple in Siliguri. On this day, many persons were seen actively participating in yoga sessions. Apart from this, the profound benefits…
Farabari Nepali colony of Siliguri: a huge 15 feet long python was rescued
Siliguri, 08 July (Retd.). There was a sensation in Farabari Nepali colony of Siliguri when a huge 15 feet long python was rescued from the area. Locals saw the python trying to swallow the goat whole, leading to a massive…