মাথাভাঙ্গা শহরে অতিরিক্ত মাত্রায় টোটো চলাচল বেড়ে যাওয়ায় অটো চালকরা যাত্রী পাচ্ছে না অভিযোগ অটো চালকদের। টোটো চালকদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এই দাবিতে মাথাভাঙ্গা শনি মন্দির থেকে হাজরাহাট রোডের অটো চালকেরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।অটো চালকদের অভিযোগ শনি মন্দির থেকে হাজারাহাট রোড চলাচল করে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ঠিক মতন যাত্রী নিতে পারছে না । তাদের দাবি অবিলম্বে ওই টোটো চালকদের থেকে সরাতে হবে,না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে । মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওই রুটের অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকরা।যতদিন সমস্যা সমাধান হবে না ততদিন তারা অটো চালাবেন না বলে জানিয়েছেন অটো চালকরা। এই বিষয়ে তারা স্থানীয় প্রশাসন জানিয়েছেন বলে জানায় তারা
Related Posts
স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল
কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মঙ্গলবার।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন…
মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়
প্রতি বছরের মত এইবছরেও দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো মানব পূজা।শনিবার দুপুরে এই মানব পূজা অনুষ্ঠিত হয়।এইবছরের এই মানব পূজা ১১ তম বর্ষে পদার্পণ করল। গত ১০ বছর ধরে শিব জ্ঞানে মানুষরুপী ভগবানকে পুজো করার রীতি চলে আসছে বয়েস…
বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার
মাদ্রাসা একরামিয়া বাহারুল উলুম চৌধুরীহাটে বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দিনহাটা সহ গোটা উত্তরবঙ্গে।রবিবার সকাল থেকে একইভাবে টানা বৃষ্টি চলাকালীন আনুমানিক সকাল এগারোটা নাগাদ সংশ্লিষ্ট মাদ্রাসায় বাজ পড়ে…