এই মুহূর্তে রাশিয়ার দখলে এলো চার শহর

বিগত ছয়দিন ধরে চলছে যুদ্ধ৷ গোটা ইউক্রেন যেন বারুদের স্তুপ৷ দাউদাউ করে জ্বলছে বাড়ি৷ চারিদিকে ধ্বংসের ছাপ৷ ইউক্রেনের উপর লাগাতার হামলা চালাচ্ছে রুশ বাহিনী৷ ইউক্রেনের চারটি শহর দখল নিল রাশিয়া৷ এমনটাই দাবি মস্কোর৷

এদিকে, কিয়েভে এয়ার রেড সাইরেন৷ আকাশপথে বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে৷ ইউক্রেনের আকাশে শুরু হয়েছে রুশ সেনা কপ্টারের টহল৷ ইতিমধ্যেই খেরসন শহরের দখল নিয়েছে রাশিয়া৷ সে কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেনও৷ অন্যদিকে, খারকিভের বিভিন্ন প্রান্তে একের পর এক বিস্ফোরণ৷ গোটা শহর তছনছ হয়ে গিয়েছে রুশ হামলায়৷ খারকিভের একটি স্কুলে মিসাইল হামলা চালায় রাশিয়া৷

অন্যদিকে, পুতিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের ১,৬১২টি অস্ত্র ঘাঁটি৷ ধ্বংস হয়ে গিয়েছে ৩৯টি অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি৷ এছাড়াও ধ্বংস হয়ে গিয়েছে ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন৷ বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছে সশস্ত্র ইউক্রেনীয়রা৷ ইউক্রেনজুড়ে নাগাড়ে সাইরেনের শব্দ৷ এদিকে, কিয়েভের হাতে আরও অ্যান্টি মিসাইল এয়ারক্রাফ্ট তুলে দেওয়া হবে বলে জানিয়েছে জার্মানি৷ 

রুশ বাহিনী ইতিমধ্যেই খেরসান শহরের দখল নিলেও কিয়েভ ও খারকিভ দখলে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে পুতিন বাহিনীকেও৷ একই ভাবে দুই বন্দর শহর ওডেশা এবং মারিউপলও দখল নিতে পারেনি রুশ ফৌজ৷ স্থলপথে ওই দুই বন্দর শহরে ঢুকতে না পেরে জলপথে আক্রমণ হানার প্রস্তুতি সেরে ফেলল রাশিয়া। রাশিয়ার সারি সারি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগোতে শুরু করেছে। আজই ওই যুদ্ধজাহাজ থেকে দুই বন্দর শহরের উপর আঘাত হানতে পারে রুশ নৌসেনারা।