বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গতবছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে কেষ্টর ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। অন্যদিকে, তদন্তে অসহযোগিতার অভাবে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলও। বাবা ও মেয়ে দুজনেই ছাড়া পাওয়ার জন্য আইনি লড়াই লড়ছেন। আর অন্যদিকে, কেষ্ট-সুকন্যার অনুপস্থিতিতে কার্যত খাঁ খাঁ করছে তাদের বীরভূম জেলার নীচুপট্টির বাড়ি।
জানা গিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী ছাড়া এখন আর সেই বাড়িতে কেউ থাকেন না। তিনি একাই গোটা বাড়ি দেখেন। অন্যদিকে, অনুব্রতর বাড়ির অদূরেই তার ভাই সুব্রতর বাড়ি। সূত্রের খবর, সুকন্যা গ্রেফতারির পর থেকে পাল্টে গিয়েছে দাদা-ভাইয়ের সম্পর্কের সমীকরণ। মোটের ওপর অনুব্রত, সুকন্যা ছাড়া প্রাণহীন সেই রাজপ্রসাদের মতো বাড়ি।