সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট মেঘনাৎ সাহা নগড় এলাকায় শুক্রবার সকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০ টি বুনো হাতির দল। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। এদিন সকালে পথ চলতি মানুষরা হাতির মুখোমুখি হয়ে পড়ে। দিনের আলোতে গ্ৰামের রাস্তায় চলছে হাতির দল। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল।
