পুর নিগমের নির্বাচনে শিলিগুড়ি পুরনিগম হাতছাড়া হয়েছে বামেদের। তৃণমূল প্রার্থী আলম খান এর থেকে পরাজিত হয়েছে বাম নেতা অশোক ভট্টাচার্য। “এক বছরেই ব্যর্থ তৃণমূল পরিচালিত পুর বোর্ড।”-এমনি অভিযোগ তুলে শহরের ৬ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী হাতে লিফলেট তুলে দিলেন ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোক ভট্টাচার্য।
শহর জুড়ে অচল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ঘাটতি সহ বর্তমান পুর প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই নম্বর বামফ্রন্ট এরিয়া কমিটির পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচী পালন করা হয়। সাধারণ মানুষের সাথে কথা বলে পুর পরিষেবা পেতে কি কি অসুবিধা হচ্ছে জানানোর পাশাপাশি আগামী একুশে জানুয়ারি তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর নিগমের ব্যর্থতার অভিযোগ তুলে শহরের মহাত্মা গান্ধী চক থেকে হাসমিচক পর্যন্ত এক মিছিল সংগঠিত করা হবে বলে জানা যায়। মিছিল শেষে হাসমিচকে বামেদের অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে জানান অশোক ভট্টাচার্য।