পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আসা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান,এছাড়াও সমস্ত রকমের বকেয়া ইনসেনটিভ একসঙ্গে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমে আশা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অবিলম্বে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। এছাড়াও সপ্তাহে একদিন ছুটি ও কর্মক্ষেত্রে আসা কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে অনুদান সাড়ে চার হাজার টাকার দাবিও জানান স্বাস্থ্য কর্মীরা। এই সমস্ত দাবি দাবা জানিয়ে একটি বিরাট মিছিল করে এসে আশাকর্মীরা শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি প্রদান করেন।
Related Posts
সমাজসেবা করেই রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন শিলিগুড়ির পল্লব বিশ্বাস
সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হলেন সূর্যসেন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে।…
মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৌধ স্মারকের উন্মোচন করা হলো আজ
“আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র। তাদের জন্য ভাষা সৌধ নির্মাণ করা হয় বাংলাদেশে। আজ একুশে ফেব্রুয়ারি ইসলামপুর টাউন লাইব্রেরী হল প্রাঙ্গণে ভাষা সৌধ স্মারক এর শুভ উন্মোচন…
টানটান লড়াই,ধূপগুড়িতে শেষ হাসি হাসলো তৃণমূল
ধূপগুড়ির দখল নিল তৃণমূল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে টানটান লড়াইয়ে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।ভোটে জেতার সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি গণনা কেন্দ্র সংলগ্ন এলাকা সহ বানারহাট এবং ধুপগুড়ি উপনির্বাচনের বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়। টানটান…