পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আসা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান,এছাড়াও সমস্ত রকমের বকেয়া ইনসেনটিভ একসঙ্গে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমে আশা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অবিলম্বে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। এছাড়াও সপ্তাহে একদিন ছুটি ও কর্মক্ষেত্রে আসা কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে অনুদান সাড়ে চার হাজার টাকার দাবিও জানান স্বাস্থ্য কর্মীরা। এই সমস্ত দাবি দাবা জানিয়ে একটি বিরাট মিছিল করে এসে আশাকর্মীরা শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি প্রদান করেন।
Related Posts
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের
দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়, পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের। জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের। দীর্ঘ…
Indian Railways opens a new trade horizon with Bhutan
Indian Railways has opened a new trade horizon with its neighboring country Bhutan. A freight train of 75 Isuzu cars which is bought by Bhutan from Chennai, arrived at Hasimara railway station in Alipurduar at 9.30 pm on Thursday.Although the…
কোচবিহারে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে
অপহরণের ঘটনায় শীতলকুচিতে তদন্তে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা করার পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শীতলকুচির গাছতলা এলাকায়। জানা গেছে এদিন নাগাল্যান্ড পুলিশের একটি দল অপহরণের ঘটনায় শীতলকুচির গাছতলা এলাকায় তদন্তে আসেন। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে…