করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় খুলে গেল দিঘা বিজ্ঞান কেন্দ্র

কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণের সংখ্যা। এবার ধীরে ধীরে শিথিল হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতি শিথিল হতেই দীর্ঘ আঠারো মাস পর দর্শকদের জন্য খুলল দিঘা বিজ্ঞান কেন্দ্র, খুশি পর্যটক ও পড়ুয়ারা। দর্শকদের জন্য আবারও খুলে গেল দিঘা বিজ্ঞান কেন্দ্রের দরজা। এ বার থেকে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ থিয়েটার এবং থ্রি ডি-শো এবং অপ্রত্যাশিত বিজ্ঞান প্রদর্শনী সহ গ্যালারি পরিদর্শন সবটাই পরিচালনা করবে কর্তৃপক্ষ। তবে কর্মী থেকে দর্শক— সকলকে মেনে চলতে হবে করোনাবিধি। সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে প্রবেশপথ। দিঘা বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা নিরঞ্জন গুপ্তা জানান, কোভিড নির্দেশিকা জারিতে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছিল বিজ্ঞান কেন্দ্র। এ বছর লক ডাউন কিছুটা শিথিল হতে খুলে দেওয়া হল দর্শক ও ছাত্র ছাত্রীদের জন্য। রাজ্যে কোভিড নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই বন্ধ ছিল দিঘা বিজ্ঞান কেন্দ্র।

Leave a Reply