চাপ বাড়লে আরও, এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷

এবার এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এই মর্মে আলিপুর জজ কোর্টে একটি আবেদনও জানানো হয়৷ সেই আবেদনের প্রেক্ষিতে সিবিআই-এর বিশেষ আদালত আজ পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে৷ আজই হবে এই মামলার শুনানি৷

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি আধিকারিকরা৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের৷ এদিকে, সিবিআই আধিকারিকদের দাবি, তদন্তে নেমে এসএসসি দুর্নীতির সঙ্গে তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র খুঁজে পেয়েছেন৷ তাই এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷