আসন্ন নির্বাচনের পূর্বে কর্মসূচি শেষ হতেই শুরু দল বদলের পালা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জলপাইগুড়িতে কয়েক দিন আগেই শেষ হয়েছে চলতে থাকা অভিষেকের নবজোয়ার কর্মসূচি। আর তা শেষ হতেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। ধুপগুড়ির পর এবার জলপাইগুড়িতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রধান।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জলপাইগুড়ি সদর ব্লকের ২ নম্বর খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালটন রায়। বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী ডালটন-সহ তাঁর অনুগামীদের হাতে দলের পতাকা তুলে দিলেন। এই ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, বিজেপির টিকিটে গত পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিলেন ডালটন রায়। ২০২১ সালে ডালটন রায়-সহ আরও কয়েকজন তৃণমূলে যোগ দেন। তারপরেই গ্রামপঞ্চায়েতের প্রধান হন। মঙ্গলবার তিনিই আবার প্রায় শতাধিক পরিবারকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিলেন।