পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন

পূর্বেই ঘোষিত হয়েছিল যে চলতি মাসেই হবে। এবার সেই ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন। সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। চলছে এনডিয়ের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যেকার হাড্ডাহাড্ডি লড়াই। তবে রাজনীতিবিদের একাংশ মনে করছেন, এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে দ্রৌপদী।

কারণ একদিকে তিনি এনডিয়ের প্রার্থী, অন্যদিকে ইতিমধ্যেই তিনি শিবসেনা, বিএসপির মতো একাধিক বিরোধীদলের নেতা-নেত্রীদের মন জিততেও সক্ষম হয়েছেন। ফলে প্রথম থেকেই এই লড়াইয়ে একটি আরামদায়ক জায়গা তৈরি করে রেখেছেন তিনি।

বলে রাখা ভালো, দ্রৌপদী মুর্মু যদি এই নির্বাচনে জয়লাভ করেন তাহলে দেশ পাবে দ্বিতীয় মহিলা এবং প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। অন্যদিকে তিনিই ভারতের সবথেকে কম বয়সী রাষ্ট্রপতি হতে চলেছেন। আশা করা যাচ্ছে এই নির্বাচনের প্রায় ৬২ শতাংশ ভোটই মুর্মুর পক্ষে যাবে।

অন্যদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই সংসদ ভবনে গিয়ে ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সংসদ ভবনে পৌঁছন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বলে খবর। পাশাপাশি রাজ্যের সাংসদ, বিধায়করাও তাদের নিজ নিজ বিধানসভায় গিয়ে ভোট দেওয়ার কাজ শুরু করেছেন বলেও খবর। ভোটগ্রহণ চলছে আমাদের রাজ্যের বিধানসভাতেও।

জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যের বিজেপি এবং তৃণমূলের সাংসদ ও বিধায়করা বিধানসভার বাইরের লম্বা লাইনে হাজির হয়েছেন। বিধানসভায় উপস্থিত হয়েছেন ইন্দ্রনীল সেন, শশী পাঁজার একাধিক তৃণমূল নেতা-নেত্রীরা।

অন্যদিকে গলায় হলুদ রঙের উত্তরীয় পরে ভোট প্রদান করতে হাজির বিজেপি বিধায়করাও। জানা যাচ্ছে এই হলুদ উত্তরীয় আদিবাসী সংস্কৃতির প্রতীক। দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতেই এই উত্তরীয় পরিধান করেছেন তাঁরা।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং রুখতে রাজ্যের সমস্ত বিজেপি বিধায়কদের গতকাল থেকে হোটেলবন্দী করে রাখা হয়েছিল বলে খবর। খানিকটা একনাথ শিন্ডের স্টাইলে এই রাজ্যের বিরোধী শিবিরের ভোট সংরক্ষণ করেছে গেরুয়া বাহিনী।

সোমবার সকালে নিউটাউনের ওই হোটেল থেকেই বাসে করে সরাসরি বিজেপির বিধায়কদের বিধানসভা ভবনে নিয়ে আসা হয় বলে খবর। পুরো বিষয়টির নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দায়িত্বেই এদিন সকাল সকাল বিজেপি বিধায়করা বিধানসভা ভবনের বাইরে পৌঁছান বলে খবর।