বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই সিকিমে আকস্মিক বন্যা, চুংথামে ব্যাপক জলস্ফীতি। প্রবল বর্ষণে, তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের সিনথামে সেনাছাউনি।
যার জেরে ২৩ জন জওয়ান নিখোঁজ বলে জানা যাচ্ছে। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়িও। সেনার তরফে জারি করা বিবৃতি মারফত জানা গিয়েছে, ব্যাপক জলস্ফীতির কাদনে তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। সেই সঙ্গে এখনও নিখোঁজ ২৩ জওয়ান।
ইতিমধ্যেই তাদের খোঁজ চালানোর কাজ শুরু হয়েছে। নিখোঁজ সেনারা ভেসে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাহাড়ে ধস নামতে শুরু। সব মিলিয়ে তাণ্ডব শুরু হয়েছে। সিকিমে লাচেন উপত্যকায় তিস্তা নদীতে হড়পা বানের জেরে এলাকায় ঘোর আতঙ্ক ছড়িয়েছে। নদীর জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।