পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷  গতকাল, সোমবারই  এই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে এবং সেটা গতকাল মানে গতকালই হাজিরা দিতে বলা হয়েছিল৷

তবে গতকালই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম-এ মেডিক্যাল চেকআপের জন্য এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানান হয়েছে, তাঁর ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ তৃণমূল নেতাকে ফিরিয়ে দিয়েছে এসএসকেএম।

এদিন হাসপাতালে অনুব্রত মণ্ডলকে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে। তার পরেই জানান হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। চিকিৎসকদের বক্তব্য, তৃণমূল নেতার যে সমস্যা আছে তা তাঁর পুরনো ক্রনিক সমস্যা, একদিনে তা সমাধান হওয়ার নয়। আবার হাসপাতালে থেকেই তাঁর কোনও লাভ হবে না। সেই ক্ষেত্রে এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে না।

ওদিকে, আগে থেকেই এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে তাঁর জন্য বেড বুক করা ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তিনি আর ভর্তি হতে পারছেন না ওখানে। যদিও এও জানা গিয়েছে, সিবিআইকে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন যে, অসুস্থ হওয়ার কারণে হাজিরা দিতে পারবেন না তিনি। এটাই দেখার যে, এবার অনুব্রত মণ্ডল সিবিআই ডাকে সাড়া দেন কিনা। 

প্রাথমিক খবর ছিল, মেডিক্যাল বোর্ডের সদস্যদের মধ্যেই একটি মাতানৈক্য তৈরি হয়েছিল অনুব্রত মণ্ডলকে নিয়ে৷ একদল চিকিৎসক অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করানোর পক্ষে মত দিয়েছিলেন৷ অন্য দলের সিদ্ধান্ত ছিল রোগীকে না দেখে তাঁরা আগাম কোনও সিদ্ধান্ত নেবেন না৷ তবে এখন সিংহভাগ চিকিৎসক সদস্যরাই তাঁকে ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন চিনারপার্ক থেকে বেরিয়ে অনুবত্র সোজা চলে যান এসএসকেএম হাসপাতালের দিকে৷ কাশি, ঘাড়ে, মাথার পিছনে প্রবল ব্যথা রয়েছে তাঁর, এমন জানা গিয়েছিল৷