এই মুহূর্তে চর্চায় রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই সিবিআই-এর নজরে তাঁর ও তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তি৷ তাঁদের সকলের আর্থিক লেনদেনের উপরেও নজর রেখেছে সিবিআই।
এবার অনুব্রত মণ্ডলের আরও সম্পত্তির হদিস মিলল৷ কেষ্টর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেই এই সম্পত্তির খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। গরু পাচারকাণ্ডে মণীশকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। জেরায় তাঁর কাছ থেকে একাধিক তথ্য এবং নথি মিলেছে বলে সিবিআই সূত্রের খবর।
জানা গিয়েছে, বোলপুরে আরও অনেক সম্পত্তি রয়েছে অনুব্রতর নামে৷ তাঁর সম্পত্তির কুল পেতেই বোলপুর এবং সিউড়ির চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মোট চারজন আধিকারিককে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারী অফিসাররা৷ সেখানে তাঁদের বয়ান রেকর্ড করা হয়।
গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পরেই তাঁর এবং তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। তদন্তে নেমে অনুব্রত-কন্যা সুকন্যা থেকে শুরু করে বোলপুর পুরসভার গাড়িচালক বিদ্যুৎবরণ গায়েন- একাধিক ব্যক্তির ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন স্থাবর এবং অস্থাবর বিপুল সম্পত্তি’র খোঁজ মিলেছে।