বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জোর বিপাকে ‘বীরভূমের বাঘ’! এবার গরু পাচার কাণ্ডে ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল শুরু করতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই।
ওদিকে এদিন ফের সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী এস ভি রাজু। ‘অনুব্রতই মামলার মূল অভিযুক্ত। জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা’, আদালতে সওয়াল ইডির।