শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ গ্রেপ্তার করল এক দুষ্কৃতিকে

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত ভারতনগরের তরুণ তীর্থ ক্লাবের সামনে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল গত আগস্ট মাসে।জানা গিয়েছে ভারত নগরের দায়মন্তী সাহার বাড়ি থেকে আগস্ট মাসের ৮তারিখে চুরি যায় ক্যামেরা পাওয়ার ব্যাংক সহ আরো বেশ কিছু জিনিস।বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ জানান তিনি।এরপর ওই চুরির তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ।অবশেষে মিললো সাফল্য।বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ গ্রেপ্তার করল পলাশ মন্ডল নামে এক দুষ্কৃতিকে।তার হেফাজত থেকে উদ্ধার হয় ক্যামেরা পাওয়ার ব্যাংক সহ চুরি যাওয়া জিনিসপত্র।ধৃত পলাশ মন্ডল শান্তিনগর স্পোর্টিং ক্লাবের সামনে দুর্গাদাস কলোনিতে ভাড়া থাকতো।শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইনার পুলিশ তাকে গ্রেপ্তার করে সমস্ত সরঞ্জাম উদ্ধার করে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে।