চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এই পরিস্থিতিতে পরমাণু হামলার আশঙ্কা উস্কে গিয়েছে। খোদ ভ্লাদিমির পুতিন নাকি পরমাণু হামলার মহড়া পর্যবেক্ষণ করছেন। সমীক্ষা বলছে, রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণু হামলা করে, তাহলে মাত্র পাঁচ ঘন্টার মধ্যে ৩৪ মিলিয়ন ইউক্রেনীয় নিশ্চিহ্ন হয়ে যাবে৷ বিষয়টি যে কতটা গভীর তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
খবর অনুযায়ী, ইউক্রেনে যে সমস্ত রাশিয়ান সৈনিকরা আছেন তাদের জন্য জল, খাবারের ব্যবস্থা নেই। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা গিয়েছে, কোনও এক জঙ্গলের মাঝে বসে রয়েছেন কয়েক জন রাশিয়ান সেনাকর্মী। বার্তা দিয়ে তাঁরা বলছেন, তাঁদের কাছে বেঁচে থাকার জন্য জল, খাবার নেই। এমনকি, যুদ্ধের জন্য পর্যাপ্ত পরিমাণে অস্ত্রও নেই। সব মিলিয়ে রাসিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে আরও এক করুণ ছবি প্রকাশ্যে এল।
এদিকে সম্প্রতি জানা গিয়েছে, রাশিয়ার ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’ পরমাণু মহড়া দিয়েছে। ইউক্রেনে যুদ্ধ ঘোষণার পর এই প্রথম তারা মহড়া দিল। আগেই একাধিক দাবি ছিল যে, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো এবং ইউক্রেনের ওপর চাপ বাড়াতে পুতিন বাহিনী পরমাণু হামলার পথে হাঁটতে পারে। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে কিনা এখন সেটাই প্রশ্ন। অন্যদিকে আবার রাশিয়া অভিযোগ তুলেছে যে, তাদের ওপর ‘ডার্টি বম্ব’ ব্যবহার করতে পারে ইউক্রেন।