আরও এক প্রকল্পের সুবিধা মিলবে রাজ্যে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে যোগ্যশ্রী অন্যতম। এতদিন অবধি এই স্কিমের অধীন রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতি শ্রেণির শিক্ষার্থীরা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের সুবিধা পেতেন।

তবে এবার থেকে সাধারণ, সংখ্যালঘু এবং ওসিবি শ্রেণির পড়ুয়ারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন তফশিলি জাতি এবং উপজাতি শ্রেণির পড়ুয়াদের পাশাপাশি সাধারণ, ওবিসি এবং সংখ্যালঘু শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ প্রদান করা হবে।

সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং পাবেন পড়ুয়ারা। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ জুড়ে ৫০টি কেন্দ্র খোলা হয়েছে। একাদশ শ্রেণি থেকেই মিলবে এই প্রশিক্ষণ। এর ফলে শিক্ষার্থীরা আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবে।