ফের পুলিশের অভিযানে উদ্ধার মাদক৷ গ্রেফতার এক মাদক কারবারী৷ বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইজোত সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানার পুলিশ। আটক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে ১৫২ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ধৃতকে আজ বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি ই-রিক্সা করে পানিট্যাঙ্কি থেকে মাদক নিয়ে নকশালবাড়ির দিকে আসছিল। ধৃতের নাম ভুপতি রায়, পানিট্যাঙ্কির চরনাজোতের বাসিন্দা। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানতে তদন্তে পুলিশ।
Related Posts
বাম শিবির থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দিল শিলিগুড়িতে
শিলিগুড়িতে বাম শিবিরে বড়সড় ধাক্কা। মঙ্গলবার শহরের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যলয়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ, গৌতম দেব ও প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারের, অলোক চক্রবর্তীর উপস্থিত মঙ্গলবার বিজেপি থেকে দিপিকা সাহ, অর্পিতা দাস কংগ্রেস থেকে এবং বাম শিবির…
পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী
পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কল সেন্টার,খবর পেয়ে রাতে অভিযান পুলিশের। শিলিগুড়ি সেবক রোডের এক বিল্ডিং এ সাইওয়ান ট্রেনিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের নামেই এক সংস্থা এই কল সেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ। খবর সূত্রে জানা যায়, এই কল সেন্টার থেকে দেশ…
চা শ্রমিকদের হাতে আইডেন্টিটি কার্ড তুলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
শ্রম দপ্তরের পক্ষ থেকে আজ জয়ন্তিকা চা বাগানের ১৩৪৫ জন শ্রমিকদের মধ্যে থেকে ৬০০ জন শ্রমিকদের হাতে শ্রম দপ্তরের শ্রমিক আইডেন্টিটি কার্ড তুলে দিলেন বিল্ডিং ও নির্মিত বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ শ্রমিকদের কে সামনে রেখে রাজ্য সরকার শ্রমিকদের নিয়ে…