আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। সদ্য মাত্রই সিত্রাংয়ের প্রকোপ কাটিয়ে উঠেছে রাজ্য। রাজ্যের থেকে, এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ ক্ষয় ক্ষতি হয়েছে বহু৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ শীতের অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷

চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে৷ সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়বে৷ আকাশ থাকবে ঝলমলে৷ তবে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টিপাত চলছে।

মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ঘূর্ণিঝড় মানদৌসের যে ইঙ্গিত দিয়েছে, এখনও পর্যন্ত নিম্নচাপ তৈরির মতো পরিস্থিতি সাগরে তৈরি হয়নি। আগামি ৭২ ঘন্টার মধ্যে লঘুচাপের পরিস্থিতি তৈরি হয় কিনা, সেদিকেই নজর রাখা হচ্ছে৷ এই ঘূর্ণাবর্তের জেরে মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মনে করা হচ্ছে এই নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করবে৷ যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে৷