এবার প্রাক্তন মন্ত্রীর এলাকাতেই প্রকাশ্যে এল আরও এক দুর্নীতি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাক্তন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বেহালাতেই আরেক কীর্তি ফাঁস। কাঠগড়ায় বেহালার নামকরা বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চবিদ্যালয়।

অভিযোগ বিগত ৩২ বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই চলছে এই স্কুল। জানা যায় ২০১৭ সালে উল্লেখিত ওই স্কুল থেকে অবসর নেন এক শিক্ষিকা। কিন্তু অবসরকালীন পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন ধারা বন্দোপাধ্যায় নামে ওই শিক্ষিকা।

বিষয়টি একাধিকবার স্কুল কর্তৃপক্ষ ও মধ্যশিক্ষা পর্ষদেও জানান ধারাদেবী। লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলার শুনানি হয়। ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি।