একের পর এক দুর্নীতি, দুর্নীতির অভিযোগে জর্জরিত হচ্ছে রাজ্য। এই মুহূর্তে একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলাপাড় হচ্ছে রাজ্য। শিক্ষা ক্ষেত্রে তো অভিযোগের শেষ নেই। এবার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রায় সাড়ে ৫ হাজার শূন্য পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। দাবি করা হয়েছে, প্রার্থীদের অন্ধকারে রেখে ২ হাজার ৮০০ পদে নিয়োগ করিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
জানা গিয়েছে, আবেদন পত্র জমা করার পরেও ইন্টারভিউতে ডাকা হয়নি চাকরিপ্রার্থীদের, এমনই অভিযোগ তোলা হচ্ছে। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, কন্সালট্যান্ট নিয়োগে দুর্নীতি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্পষ্ট বলা হচ্ছে, এখানেও টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়েবেল নিয়ম মানেনি বলেও অভিযোগ। এই প্রেক্ষিতেই সমস্ত চাকরি বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে।