আগামী মাসে দুদিনের জন্য কর্ম বিরতির ঘোষণা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, দুই দিনের কর্ম বিরতি পালন করবেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে।

আগামী ১০ অক্টোবর এবং ১১ অক্টোবর রাজ্যজুড়ে পালন করা হবে কর্ম বিরতি। সংগ্রামী যৌথ মঞ্চ AICPI মেনে কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে এই দুইদিন রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করবেন না।

সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, AICPI মেনে কর্মীদের মহার্ঘ ভাতা, ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলির সিদ্ধান্ত প্রত্যাহার ও যোগ্য কর্মীদের স্থায়ীকরণের দাবিতে কর্ম বিরতি পালন করা হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।