বড় ছুটির ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উৎসবের মরশুমের আগে সুখবর শোনা যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। পুজো ও উৎসব মিলিয়ে লম্বা ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে বছরের শুরুতেই প্রকাশ করা হয় ছুটির তালিকা। এই তালিকা অনুযায়ী এ বছর চতুর্থী অর্থাৎ ১৮ই অক্টোবর থেকে লক্ষ্মী পুজোর পরের দিন অর্থাৎ ২৯ শে অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাবেন। সবমিলিয়ে প্রায় দেড় সপ্তাহ মতো এবার দুর্গা পুজোর ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আগামী ১৪ই অক্টোবর মহালয়া। বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়া থেকেই। তারপরই উৎসবের জোয়ারে ভাসবে গোটা বাংলা। তবে ছুটি কিছুটা হলেও ছুটির হেরফের হতে পারে জরুরী বিভাগের কর্মীদের জন্য।