আর একটু সইতে হবে গরম, তারপরেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম,পূর্ব বর্ধমান এবং হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবৃষ্টি সহ ২০-৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে সূত্রে খবর। আবহাওয়াবিদরা মনে করছেন, কবে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, তা চলতি সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে।