প্রকাশ্যে অনন্ত-রাধিকার বিয়ের কার্ড

চলতি বছরেই বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। জুলাইতেই বিয়ে। এবার সামনে এলো বিয়ের কার্ড। জানেন কী কী চমক রয়েছে এই কার্ডে? দেখলে চোখ জুড়িয়ে যাবে। সম্পূর্ণ আমন্ত্রণপত্রজুড়ে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। বিয়ের কার্ডে রয়েছে ভগবান রাম ও সীতার বিবাহের একটি দৃশ্যও।

আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের আসর বসবে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ে হবে কিন্তু সনাতন হিন্দু বৈদিক রীতি মেনেই। বিয়ের পরদিন আশীর্বাদের অনুষ্ঠান হবে। ১৪ জুলাই হবে মঙ্গল উৎসব অথাৎ ওয়েডিং রিসেপশন। বিয়েতে যেসমস্ত অতিথিরা আমন্ত্রিত থাকবে তাদের সকলকেই ভারতীয় পোশাক পরতে হবে বলে উল্লেখ করা রয়েছে।শুধু তাই নয় প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য রয়েছে আলাদা আলাদা ড্রেস কোড। চলতি বছরেই মার্চ মাসে গুজরাটের জামনগরে মহাসাড়ম্বরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল । একটি বিলাসবহুল ক্রুজে চলছে এই মুহূর্তে চলছে তাঁদের প্রি-ওয়েডিংয়ের দ্বিতীয় পর্ব।