ভোরে ঝোরা থেকে জল নিয়ে আসার সময় এক বৃদ্ধার মৃত্যু

এক বৃদ্ধার ফের হাতির হানায় মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে, আজ, শনিবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা এলাকার অঞ্চলপাড়া এলাকায়। গোটা এলাকায় বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতার নাম সাবিত্রী রায় বয়স ৮৫ বছর।

মৃতার ছেলে সন্তোষ রায় বলেন, ভোরবেলা বাড়ির পাশে থাকা ঝোরা থেকে জল ভরে নিয়ে আসার সময় হাতি আক্রমণ করে তাঁর মাকে। সেখানেই মৃত্যু হয় মায়ের। খবর পেয়ে খুনিয়ার বনকর্মীরা ও মেটেলি থানার পুলিস ঘটনাস্থলে আসেন। খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে জানান, মৃতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে মেটেলি থানার পুলিস নিয়ে গিয়েছে। আজই দেহ জলপাইগুড়িতে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে আবেদন করলে খুব শীঘ্রই সরকারি সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে মৃতার পরিবারকে। শোকস্তব্ধ সকলে।