বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে ED এই Central Bureau of Investigation।
সম্প্রতি রাজ্যের ‘মিড ডে মিল’ অনিয়ম প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় পরিদর্শক দল একাধিকবার এসেছে এবং বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। এক্ষেত্রে একজনের কথার সঙ্গে অন্যজনের কথার কোনও মিল নেই। তাই CBI তদন্তের জন্য চিঠি লিখেছে শিক্ষা মন্ত্রক।’
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছিলেন এই প্রসঙ্গে। তার লেখা চিঠি পৌঁছে গেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দরবারে। এর আগে শুভেন্দু অধিকারীর দাবি ছিল, মিড ডে মিলের বরাদ্দ অর্থ দিয়ে বগটুই কাণ্ডের ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।