মাদক কাণ্ডের মূল সাক্ষীর মৃত্যু কাণ্ডে শুরু হল তদন্ত

বেশ কয়েক মাস আগে গোটা বলিউড তোলপাড় হয়েছিল মাদক কান্ডে। আরিয়ান মাদক মামলায় প্রত্যক্ষদর্শীর মৃত্যু৷ মুম্বইয়ের ক্রুজে মাদক-মামলার প্রত্যক্ষদর্শী প্রভাকরের মৃত্যু ঘিরে রহস্য৷ প্রভাকরের মৃত্যু নিয়ে তদন্ত করবেন মহারাষ্ট্রের ডিজিপি৷ কী ভাবে আচমকা একজন সুস্থ-স্বাভাবিক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, তা নিয়ে অনেকেই সন্দিহান। এই ঘটনায় ডিজিপি তদন্ত করবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী৷

গত বছর ৩ অক্টোবর মুম্বইয়ে ক্রুজে মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান৷ ২৮ দিন পর জামিন পান তিনি৷ সেই মামলায় প্রত্যক্ষদর্শীর মৃত্যু ঘিরে রহস্য৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রভাকরের৷ তাঁর মৃত্যু স্বাভাবিক৷ কিন্তু, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রভাকরের মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিক কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে৷ ঘটনার তদন্তে নিজস্ব দল গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে ডিজিপি-কে৷ তারাই ঘটনার তদন্ত করবে৷

বুকে ব্যাথা নিয়ে একটি ক্লিনিকে যান প্রভাকর৷ সেখানকার চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন৷ হাসপাতালে গিয়ে ইসিজি করানোর পর দেখা যায়, তাঁর হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত রয়েছে৷ তড়িঘড়ি হাসপাতালের চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন৷ কিন্তুত তার আধ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় প্রভাকরের৷ পুলিশ তাঁর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখছে৷ প্রভাকরকে বাঁচানোর জন্য কী করা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রভাকরের দেহ ময়নাতদন্তের জন্য রাজাওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে৷ 

আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য ছিলেন প্রভাকর৷ কয়েক মাস আগে তিনি অভিযোগ করেছিলেন, মাদক কাণ্ডে আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য এনসিবি’র তরফে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে! ফোনে গোসাভিকে এই প্রস্তাব দিয়েছিলেন এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে৷ প্রভাকর আরও অভিযোগ করেছিলেন, গোসাভি এবং মামলার অপর এক সাক্ষী স্যাম ডি’সুজাকে কাজে লাগিয়ে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা আদায়ের ছক কষেছিলেন সমীর। তিনি জোড় করে তাঁকে কিছু কাগজেও সই করিয়েছিলেন৷