রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে।
তবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের পক্ষ থেকে নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের ডাক দেওয়া হল। রেশন ধর্মঘটের ফলে সমস্যায় পড়তে চলেছেন দেশের ৮১ কোটি মানুষ। আগামী ১লা জানুয়ারি থেকে ধর্মঘটে শামিল হচ্ছে দেশের ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান।
রেশন ডিলাররা দাবি তুলেছেন, এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে রেশনের খাদ্য নষ্ট এড়াতে। অন্যান্য জেলাতেও দার্জিলিংয়ের মতো বর্ধিত কমিশন প্রদান করতে হবে। অ্যাডভান্স কমিশন পদ্ধতি চালু করতে হবে এনএফএসএ-র নিয়ম অনুযায়ী। রেশন ডিলাররা জানিয়েছেন এই দাবি না মানা পর্যন্ত তাদের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।