বাংলাকে বাঁচানোর চেষ্টাই করা হয়েছে বৈঠকে, জানালেন শুভেন্দু

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু বলেন, ‘বৈঠক নিয়ে কিছুই আপনাদের বলার জন্য নয়। আপনারা বৈঠকের ছবিও পাবেন না। বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই, সবাই মিলে আমরা চেষ্টা করছি, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন।’

এদিন শুভেন্দু কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘বঙ্গে নারী শক্তি, নাবালিকারা অসুরক্ষিত এবং অত্যাচারিত। আজকে বিধানসভায় আমাদের মহিলারা ব্যাপক প্রতিবাদ করেছেন। পশ্চিমবঙ্গ বিজেপি-র মহিলা মোর্চার তরফে শ্যামবাজারে নেতাজি মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত।