তীব্র গরমে দুপুরের জায়গায় সকালে স্কুল করানোর আবেদন শিক্ষা মন্ত্রী শংকর ঘোষকে

গত কয়েকদিন ধরো লাগাতার তীব্র তাপদাহে রীতিমতো জ্বলছে শিলিগুড়ি শহর সহ সংলগ্ন এলাকা। খুব বেশি প্রয়োজন না পড়লে সচরাসর বাড়ির বাইরে কেউ বের হতে চাইছে না৷ এমন পরিস্থিতিতে স্কুলগুলি খোলা থাকায় স্বাভাবিকভাবেই পড়ুয়ারা স্কুলে যেতে এক প্রকার বাধ্য হচ্ছে। ফলে একদিকে যেমন চিন্তিত অভিভাবকরা অন্যদিকে এত তীব্র গরমে কষ্ট সহ্য করে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। এ বছর সেপ্টেম্বর মাসে এতটাই গরম পড়েছে যে পাহাড়ও ভাঙ্গছে ৩০বছরের রেকর্ড৷ এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের কথা ভেবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে সকালে স্কুল করানোর আবেদন জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

হাওয়া অফিস সুুত্রে জানা গিয়েছে,সোমবার শিলিগুড়ির তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির আশেপাশি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, চিঠিতে তিনি স্পষ্ট করেন,উত্তরে গরমের দাপট অব্যাহতর বিষয়টি। সেই প্রসঙ্গ টেনেই আগামী কয়েকটি দিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত স্কুল চালানোর বিষয় উল্লেখ করেন চিঠিতে।তার কথায়,আর ক’দিন বাদেই পূজোর ছুটি। তার আগে ক’দিন সকালে স্কুল করলে পড়ুয়ারা যথেষ্ট উপকৃত হবে।