নির্দেশ অনুযায়ী জমা পড়ল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসেব

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই লিপস অ্যান্ড বাউন্স-এর ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের যাবতীয় সম্পত্তির হিসেব ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে ওই সংস্থার সম্পত্তির হিসেবও চেয়েছে আদালত।

এবার এই নিয়েই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে সব নথিই ওদের কাছে রয়েছে।’ ইডির পাল্টা সওয়াল, বারবার এই নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। গতি স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে।