বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি তুলেছিলেন ডিএ আন্দোলনকারীরা।
আর এবার সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনী বিনা পঞ্চায়েত ভোট নয়। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ফের ডেপুটেশন দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের বক্তব্য, ভোট কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তাদের।
এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, “নির্বাচন কমিশন যদি এই স্ট্যান্ড রাখে তবে আমাদের স্ট্যান্ডটাও খুব পরিষ্কার যে আমরা ভোট দিতে যাবনা। কাকে দিয়ে ভোট করাবেন সেটা ওনারা ঠিক করে নিন। আমাদের পক্ষে ভোট দিতে যাওয়া সম্ভব নয় কারণ যেসব পুলিশ কর্মীদের পাঠানো হয় তারাও আমাদের সহকর্মী। আমরা তাদের লড়াইটাও এখানে লড়ছি।” যদিও এসব দাবি, অভিযোগ নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই শাসকদল তৃণমূলের।