একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

জলই হলো জীবন। তৃতীয়বার রাজ্য জয়ের পর একাধিক প্রকল্প চালু করেছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্পের মাঝে অন্যতম হলো। এই ‘জল জীবন মিশন’ প্রকল্পে পশ্চিমবঙ্গকে হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ রাজ্য সরকার দারুণভাবে করেছে বলেই কেন্দ্রীয় প্রতিনিধিরা জানিয়েছেন বলে অবগত করেছে নবান্ন। পাশাপাশি এও জানা গিয়েছে, এই প্রকল্পে রাজ্য হাজার কোটি টাকা পেয়েছে মোদী সরকারের তরফ থেকে।

অভিযোগ ছিল দুই তরফেই। তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রের বিজেপি সরকার প্রকল্পের টাকা দেয় না রাজ্যকে। অনেক টাকাই বকেয়া আছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হত, বাংলায় কোনও কাজ হয় না। কেন্দ্রীয় টাকা এলে তা সরকারের মন্ত্রী, নেতাদের মধ্যেই ভাগ হয়ে যায়। কিন্তু এই ‘জল জীবন মিশন’ প্রকল্পে নিয়ে যে তথ্য সামনে আসছে তা নিতান্তই তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, এই প্রকল্প নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক রাজ্যের ঢালাও প্রশংসা করেছেন। এই প্রকল্পে মূলত রাজ্য দেয় ৫০ শতাংশ টাকা। আর কেন্দ্র দেয় বাকি ৫০ শতাংশ। রাজ্যের দাবি, এখনও পর্যন্ত ৪৬ লক্ষের বেশি বাড়িতে জল সংযোগ পৌঁছেছে।